ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পিরোজপুর জেলাজুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সাত উপজেলার তিনটি আসনেই এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় ভোটের সমীকরণে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে পিরোজপুর-১ আসনে প্রায় এক-চতুর্থাংশ হিন্দু ভোটার থাকায় তাদের সমর্থন আদায়ে দুই দলই ব্যাপক প্রচারণা চালাচ্ছে।
জামায়াত তিনটি আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে, যার মধ্যে রয়েছেন সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ ও শামীম সাঈদী। বিএনপি দুটি আসনে প্রার্থী ঘোষণা করলেও পিরোজপুর-১ আসনে এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি। স্থানীয় নাগরিক সংগঠনগুলো মনে করছে, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলে তা তুলনামূলকভাবে সুষ্ঠু হতে পারে, যদিও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিছু সংশয় রয়েছে।
দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারা সাধারণ ও তরুণ ভোটারদের মধ্যে এবার ভোট দেওয়ার প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, পিরোজপুরের ফলাফল সারাদেশে বিরোধী জোটের নির্বাচনী অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।