Web Analytics

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয়। টোটন সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা থানা জানিয়েছে, তারা এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের খবর পায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।