বৃহস্পতিবার এক ফোনালাপে ইরানের ওপর ইসরাইলের হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে, পরিস্থিতি প্রশমনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মত দেন তারা। এ নিয়ে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘মস্কো ও বেইজিং—উভয়ের মূল বিশ্বাস, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ও সামগ্রিক পরিস্থিতিতে কোনো সামরিক সমাধান নেই’। এদিকে শি বলেন, যেসব বড় শক্তি এ অঞ্চলে বিশেষ প্রভাব রাখে, উত্তেজনা কমানোর জন্য তাদের কূটনৈতিকভাবে আরও সক্রিয় হওয়া উচিত।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।