যুক্তরাষ্ট্র ভারতীয় নাগরিকদের ভিসা নবায়ন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে, যা আরও জটিলতা তৈরি করেছে। বি১ ও বি২ ভিসার নবায়নের সময়সীমা ৪৮ মাস থেকে কমিয়ে ১২ মাস করা হয়েছে, ফলে আবেদনকারীদের দ্রুত নবায়ন করতে হবে। এর ফলে মার্কিন দূতাবাসগুলোতে ভিড় বাড়বে এবং সাক্ষাৎকারের তারিখ পাওয়া কঠিন হবে। বর্তমানে দিল্লি, মুম্বাইসহ বিভিন্ন শহরে ভিসা সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় ৪১৫ থেকে ৪৪০ দিন পর্যন্ত। নতুন নিয়মের ফলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে।