রোববার বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে চারটি ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল ইকবাল হোসেন। জানা যায়, জিদান দীর্ঘদিন ধরে হাসপাতালের স্টাফদের হুমকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিল। পাশাপাশি তিনি হাসপাতালের ভেতরে ইয়াবা বিক্রি করত। এ ঘটনার পর জিদানকে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে।