Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। সরকারি গেজেট অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। অধ্যাপক আসিফ নজরুলকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব, আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দেন। গত বছর আগস্টে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত ছিলেন। এর আগে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পুনর্বণ্টন আসন্ন নির্বাচনী তফসিল ঘোষণার প্রাক্কালে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা। নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ধারাবাহিকতা ও কার্যকারিতা রক্ষায় মনোযোগী হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।