Web Analytics

মিয়ানমারের বৃহত্তম জাতিগত সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (UWSA) ঘোষণা করেছে তারা জান্তা-বিরোধী বাহিনীগুলোকে আর সামরিক বা আর্থিক সহায়তা দেবে না। বিশ্লেষকরা বলছেন, দুই বছর ধরে চীনের আর্থিক চাপ—বিলিয়ন ইউয়ান জব্দ এবং খাদ্য, ওষুধসহ অপরিহার্য সরবরাহ বন্ধের হুমকি—এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এ পদক্ষেপ উত্তর মিয়ানমারের প্রতিরোধ গোষ্ঠীগুলিকে দুর্বল করতে পারে এবং গৃহযুদ্ধের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে বেইজিংয়ের প্রভাব বৃদ্ধি করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।