Web Analytics

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, দেশের দুই-একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জনগণকে প্রতারণার মাধ্যমে রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছে। শুক্রবার বিকেলে রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, এসব দল ৫ আগস্টের আগে জনগণের আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি, অথচ এখন নিজেদের ইসলামিক দল হিসেবে উপস্থাপন করছে। আমিনুল হক জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাদের পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে অভিযুক্ত করেন। তিনি বলেন, যারা আজ ইসলামিক দল বলে পরিচয় দেয়, তারা গত ১৭ বছর কোথায় ছিল। বিএনপি নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, তারা জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সমাবেশ শেষে ধানের শীষের সমর্থনে একটি মিছিল রূপনগর ও ইস্টার্ন হাউজিং এলাকায় প্রদক্ষিণ করে, যা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।