রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির উদ্দিন ভূঁইয়া (৫২) নিহত হয়েছেন। রবিবার বিকাল পৌনে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে যান, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়, যেখানে বিকাল পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাবিতলা গ্রামে, তিনি রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় পরিবারসহ বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, লাশ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।