পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রপৃষ্টে ১৩ই ফেব্রুয়ারি অনুষ্টিতব্য ম্যাক্স ফান অন বে ওয়ান কনসার্টটি স্থগিত করা হয়েছে। কনসার্টটিতে পারফর্ম করবেন হাবিব ওয়াহিদ, এমন প্রচারণায় টিকিটও বেচাকেনা শুরু হয়েছিল! হঠাৎ কী কারণে প্রোগ্রামটি স্থগিত করা হলো তা জানায়নি আয়োজক কমিটি! তারা বিবৃতিতে দুঃখ প্রকাশ করে কনসার্টটি স্থগিত ও পিছানো হরেছে বলে জানিয়েছে।