যশোরের মনিরামপুর উপজেলার সরুপদাহ এলাকার ‘মেসার্স বোল্ড ব্রিকস’ ইটভাটায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্রমিক জাকির মোড়ল (৪৫)। দুপুরে মেশিন পরিষ্কার করার সময় তিনি ইট তৈরির মেশিনে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা প্রচেষ্টার পর তার দেহের অংশ উদ্ধার করে। নিহত জাকির মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে এবং দুই বছর ধরে ওই ভাটায় কাজ করছিলেন। ভাটা মালিক নিহতের পরিবারের প্রতি সহায়তার আশ্বাস দিয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।