তুরস্কের রাজধানী আঙ্কারায় শনিবার সকালে বিমান দুর্ঘটনায় নিহত পাঁচ লিবীয় সামরিক কর্মকর্তার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ ছিলেন। আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের পর একটি ব্যক্তিগত জেট বিধ্বস্ত হলে বিমানে থাকা পাঁচ লিবীয় কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য সবাই নিহত হন। লিবীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে।
জেনারেল আল-হাদ্দাদ জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। প্রতিনিধিদলটি তুরস্ক ও লিবিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আলোচনা শেষে দেশে ফিরছিল।
জানাজায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিবিয়ার পতাকায় মোড়ানো কফিনগুলো সম্মানের সঙ্গে লিবিয়ায় পাঠানো হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।