Web Analytics

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রতি দেশের নাগরিকদের গর্বের অনুভূতি ব্যাপক। আইআরআইবি’র জরিপে ৭৭% ইরানি এই সক্ষমতাকে গর্বের প্রতীক হিসেবে দেখেছেন। ৮০.৫% সামরিক বাহিনীর পারফরম্যান্সকে শক্তিশালী বলেছেন। আকাশ প্রতিরক্ষা কার্যকারিতা নিয়ে ৬৯.৮% সন্তোষ প্রকাশ করেছেন। ইরানি বাহিনী বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ৫১.৮% মনে করেন জাতীয় নিরাপত্তা জোরদার হয়েছে, এবং ৭৬.৮% সামরিক সক্ষমতা আরও নির্ভরযোগ্য হয়েছে। যুদ্ধবিরতিতে আশাবাদী নন অধিকাংশ, মাত্র ১৩.৭% বিশ্বাস করেন যুদ্ধবিরতি সফল হবে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান আছে, ৭৮% পারমাণবিক কর্মসূচি বন্ধে বিরোধিতা করেন। ৫৭.৪% ভবিষ্যতে যুদ্ধে অংশগ্রহণে প্রস্তুত। মার্কিন হামলার সফলতা কম বলে মনে করেন প্রায় ৬১.৫%। ডিজিটাল প্ল্যাটফর্মকে ইসরায়েলি গোয়েন্দাগিরির সরঞ্জাম হিসেবে দেখে ৬৮.২%।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।