বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শোকবার্তা প্রত্যাখানের আহ্বান জানিয়েছে মঞ্চ ২৪। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে যে, খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ব্যক্তিদের আশ্রয় দিয়েছে ভারত এবং তাদের শোকবার্তা গ্রহণ করা তার আদর্শের প্রতি অসম্মান। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দেশ থেকে শোকবার্তা পাঠানো হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর কর্তৃক তারেক রহমানের হাতে হস্তান্তরিত বার্তাটি গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, খালেদা জিয়া জীবদ্দশায় গণতন্ত্র ও ন্যায়বিচারের আন্দোলনে কখনও আপোষ করেননি। ২০১৫ সালে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ প্রত্যাখ্যানের ঘটনাটিও তার আপসহীন নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। মঞ্চ ২৪ মনে করে, বিএনপির উচিত সেই নীতি অনুসরণ করে ভারতের কথিত নাটকীয় শোকবার্তা প্রত্যাখ্যান করা।
সংগঠনটি আরও অভিযোগ করে যে, ভারত বাংলাদেশের স্বৈরাচারী কর্মকাণ্ডে মদদ দিয়েছে এবং তাদের শোকবার্তা গ্রহণ করা খালেদা জিয়ার আদর্শ ও সম্মানের পরিপন্থী হবে।