কর্মকর্তা-কর্মচারীদের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরাও শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের মৌখিক আশ্বাসে আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহার করেন। শিক্ষকরা জানান, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ও রাকসু সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিশ্চিত করতে শাটডাউন কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। তবে অতি দ্রুত লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এরআগে, গতকাল বুধবার রাবি অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেনও জানান, প্রশাসনের আশ্বাসে ৭ কার্যদিবস সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে ফের কঠোর কর্মসূচির দেয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।