বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শনিবার দুপুর ২টায় রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি। বিষয়টি এক সংবাদ সম্মেলনে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ ১১টি বিষয়ে এক মিনিটের রিল তৈরির এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার তরুণ অংশ নেন। জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে ১০ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন, যারা তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মাহাদী আমীন জানান, বিএনপি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ চালু করেছে। তিনি সতর্ক করেন, ফ্যামিলি বা কৃষক কার্ডের নামে অর্থ দাবি করা প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ বিএনপি ক্ষমতায় গেলে এসব কার্ড বিনামূল্যে প্রদান করা হবে।