Web Analytics

তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করেছে দেশটির মানববিহীন যুদ্ধবিমান ‘বায়রাকতার কিজিলেলমা’। স্থানীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কারের তৈরি এই যুদ্ধবিমান প্রথমবারের মতো রাডারনির্দেশিত আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (বিভিআর) ব্যবহার করে জেটচালিত চলন্ত লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত করেছে। কৃষ্ণসাগরের উপকূলীয় সিনোপ প্রদেশের আকাশে পরিচালিত এই পরীক্ষায় ব্যবহৃত হয় তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘গোকদোয়ান’ ক্ষেপণাস্ত্র ও আসেলসানের নির্মিত মুরাদ এইএসএ রাডার। এই সাফল্যের মাধ্যমে কিজিলেলমা বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে আনুষ্ঠানিকভাবে আকাশযুদ্ধ সক্ষমতার স্বীকৃতি পেয়েছে। পরীক্ষায় এফ–১৬ যুদ্ধবিমানের সঙ্গে যৌথ উড্ডয়নও পরিচালিত হয়, যা মানবচালিত ও মানববিহীন প্ল্যাটফর্মের সমন্বিত আকাশযুদ্ধের নতুন ধারণা তুলে ধরে। বায়কারের চেয়ারম্যান সেলচুক বায়রাকতার একে উড্ডয়ন ইতিহাসের নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।