Web Analytics

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এখন থেকে সমন জারি টেলিফোনের মাধ্যমে, এসএমএস বা অন্যন্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে করা যাবে। আর মামলা হলে অভিযুক্তকে ই-মেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো হবে। তিনি বলেন, বিচার বিভাগ কমিশন সংস্কার কমিশনের আলোকে আমরা ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি। এটা করা হয়েছে যেন মামলার জট খুলে যায়। পরিবেশ উপদেষ্টা বলেন, আগে একটা মামলা রায় হয়ে গেলে আবার জারি মোকাদ্দমা করতে হতো মামলার রায় বাস্তবায়ন করার জন্য। এখন বলা হচ্ছে, যখন রায় দেওয়া হবে তখন রায়ের মধ্যে এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেওয়া হবে। এছাড়া ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়বে, লুটপাট থামবে!

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।