রবিবার দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যায়। পদ্মা দক্ষিণ থানার আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ শুনানির জন্য আনা হলে, হাজতখানায় নেয়ার সময় হ্যান্ডকাফসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালায়। পরে দুলাল শেখকে পুলিশ পুনরায় আটক করতে সক্ষম হয়। অপর আসামি সুরুজ মাদবরকে ধরতে অভিযান চলছে। শরীয়তপুর পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।