‘আমি নাস্তিক নই’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন ঢাবি চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে শাকিল আহমেদের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রসঙ্গত, প্রায় সাত থেকে আট মাস আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে কমেন্ট করা একটি পোস্ট নতুন করে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন ব্যক্তি তাকে হুমকি দেন। পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে, সাত আট মাস পয়গম্বর এবং তাঁর স্ত্রীকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন শাকিল। পরে ভুল শিকার করে মুছে ফেললেও তা ছড়িয়ে যায় অনলাইনে!