Web Analytics

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের প্রায় ৪৪ কোটি ৭৮ লাখ টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। আদালতের আদেশে গুলশানের ৩৯ দশমিক ৭৫ কাঠার প্লটসহ নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার আশুলিয়ায় মোট ৪৮৭ শতক জমি জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শাহজাহান মিরাজের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়। আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি টাকারও বেশি সম্পদ অর্জন করেছেন। অভিযোগ রয়েছে, তিনি শ্রমিকদের বেতন ও পাওনা পরিশোধের অজুহাতে এসব সম্পদ বিক্রির চেষ্টা করছিলেন। আদালত মনে করেন, মামলা নিষ্পত্তির আগে সম্পদ বিক্রি হলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে। এর আগে নভেম্বর মাসে তার আরও ১৮০ কোটি টাকার সম্পদ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।