Web Analytics

৬টি প্রকল্পে বাড়তি খরচ যাচ্ছে ১৫ হাজার ৫৬ কোটি ৪৭ লাখ টাকা। এসব প্রকল্পের মূল অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল ১২ হাজার ৮৩১ কোটি ৭৩ লাখ টাকা। রোববার পৃথকভাবে দেওয়া এসব প্রস্তাব উপস্থাপন করা হবে একনেক বৈঠকে। সময় মতো এসব বাস্তবায়ন হয়ে গেলে অতিরিক্ত অর্থের প্রয়োজন নাও হতে পারত। এখন প্রকল্প বন্ধও করা যাবে না। প্রকল্পগুলো হলো-পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প ফেজ-৩, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ প্রকল্প, পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ এবং ঢাকা শহরের নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।