Web Analytics

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বেলুচিস্তানে পৃথক দুটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ৩০ জানুয়ারি আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ২৯ জানুয়ারি প্রদেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। নিহতরা ভারতের মদদপুষ্ট বলে দাবি করা ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

হরনাই জেলায় ‘ফিতনা আল-খারিজ’-এর উপস্থিতির খবর পেয়ে অভিযানে ৩০ জন সন্ত্রাসী নিহত হয় এবং বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। পাঞ্জগুর জেলায় আরেক অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর ১১ জন সন্ত্রাসী নিহত হয় এবং অস্ত্র, গোলাবারুদ ও ২০২৫ সালের এক ব্যাংক ডাকাতির লুটের টাকা উদ্ধার করা হয়। আইএসপিআর জানায়, এলাকায় অন্য কোনো সন্ত্রাসী আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলছে।

‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে বলে জানানো হয়। আইএসপিআর আরও উল্লেখ করে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর সীমান্ত-পার সন্ত্রাসী হামলা বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।