গোয়েন্দা ও সাইবার যুদ্ধ ইউনিটের ৪১ জন ইসরাইলি সেনা গাজায় গণহত্যামূলক হামলায় অংশ নেওয়া থেকে সরে এসে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন। তারা বলেছেন, এই হামলা নিরাপত্তার জন্য নয়, বরং নেতানিয়াহুর রাজনৈতিক ক্ষমতা রক্ষার জন্য পরিচালিত। ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, গাজায় এখনও ৫৬ জন জিম্মি আটকে রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরাইলের কারাগারে ১০ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি আছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।