বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস আসন্ন নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট অডিটোরিয়ামে এক নির্বাচনী সভায় তিনি বলেন, দেশের মানুষ বহু ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে ভোটাধিকার অর্জন করেছে, তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে কারচুপির কোনো পরিকল্পনা হলে তা মেনে নেওয়া হবে না। সভা শেষে তিনি কাটাবন, এলিফ্যান্ট রোড ও পিজি হাসপাতাল এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, ২০০৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে এবারও ভোটের ফলাফল বিলম্বিত হওয়া কারচুপির ইঙ্গিত হতে পারে। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে কিছু ব্যক্তি এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং তারা বিএনপির জয় ঠেকাতে চায়। তিনি আরও বলেন, বিদেশে থাকা কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
নিজের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আব্বাস জানান, তিনি মুগদা মেডিকেল হাসপাতাল ও একটি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন এবং এলাকায় চাকরি, খেলার মাঠ ও কলেজ স্থাপন করেছেন। তিনি বলেন, ভোটাধিকার আদায়ের সংগ্রামই তাঁর সবচেয়ে বড় সাফল্য এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়।