Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে ছিলেন। তার গাড়িটি গাবতলী সড়কে অবস্থান করছিল, তবে সূর্যাস্তের আগে তিনি স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি।

এ কারণে তার পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপির মিডিয়া সেল জানায়, বিকাল ৫টা ৬ মিনিটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে, উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবরসহ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দিন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

বিএনপির মিডিয়া সেল জানায়, সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছানোর নিয়ম মেনে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।