Web Analytics

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার নগদবিহীন ও নন-স্টপ টোল আদায়ের ব্যবস্থা চালু হয়। এ ব্যবস্থায় আর টোল প্লাজায় গাড়ি থামাতে হবে না। নির্দিষ্ট ইটিসি লেন ব্যবহার করে নিবন্ধিত গাড়িগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে সেতু পার হতে পারবে। এ সময় ব্যবহারকারীর প্রিপেইড অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। এই সেবা ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপের ‘ডি-টোল’ অপশনে গাড়ি নিবন্ধন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে একবার যাচাই-বাছাই শেষ করলে ভবিষ্যতে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গাড়িকে শনাক্ত করতে পারবে। এ নিয়ে ইঞ্জিনিয়ার আবু সাইদ জানান, প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ি যেকোনো সময় নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে পারাপার হতে পারবে। ভবিষ্যতে আসছে আরওফাইন্যান্সিয়াল অ্যাপ, প্রথম ধাপে শুধু টেপ অ্যাপের মাধ্যমে সেবা নেওয়া গেলেও শিগগিরই অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হবে। ১০ থেকে ১৫ দিন পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে এটি পুরোপুরি চালু হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।