বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে রোববার সকাল থেকে হাজারো শিক্ষক ঢাকায় সমবেত হয়ে দাবি জানান মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা করা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হলে মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে। তিনি আরও বলেন, শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানী ত্যাগ করবেন না। এর আগে আগস্ট ও সেপ্টেম্বরে একই দাবিতে তারা কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।