রাজশাহী মহানগরীর বহরমপুর ডিবি আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার সকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, যখন অভিভাবকেরা সহকারী শিক্ষকদের বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন। কর্মবিরতি শেষে শিক্ষকরা পরীক্ষায় অংশ নিতে এলেও অভিভাবকেরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে নিজেরাই বার্ষিক পরীক্ষা নেন।
অভিভাবকদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে শিক্ষকরা কর্মবিরতির কারণে বিদ্যালয়ে আসেননি, ফলে তিনটি বিষয়ে তারা নিজেরাই পরীক্ষা নিতে বাধ্য হন। তাদের মতে, শিক্ষকদের আন্দোলন ও মনোযোগহীনতা শিক্ষার্থীদের শেখার মানকে ক্ষতিগ্রস্ত করছে। পরে শিক্ষা কর্মকর্তার মধ্যস্থতায় শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশের অনুমতি পান, তবে ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে যায়।
সহকারী শিক্ষকরা জানান, তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষায় অংশ নিতে চেয়েছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম বলেন, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছিল এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে।