Web Analytics

শনিবার ডেইলি স্টার এক জরিপের ফলাফল উপস্থাপন করে। এতে জানানো হয়, চলতি বছরে সারাদেশের আটটি বিভাগের ৬৪টি জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ১০ হাজার ৬৯৬ জন এই জরিপ পরিচালনা করা হয়। এতে উঠে এসেছে, এখনই ভোট হলে বিএনপি ৪১.৭%, জামায়াতে ইসলামী পাবে ৩১.৬%, আওয়ামী লীগ ১৩.৯% আর এনসিপি পাবে ৫.১ শতাংশ ভোট।। ৫৮% ভোটার ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চান, ৩১% ভোটার জুনের মধ্যে এবং ২৬% ভোটার ডিসেম্বরে নির্বাচন হওয়ার পক্ষে। প্রায় ১১% চান ডিসেম্বরের পরে। ৯% মানুষ মনে করেন যে, নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে। আর ৫.৩% অংশগ্রহণকারী সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।