মব কালচারে মানুষ আতঙ্কে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। বৃহস্পতিবার মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা প্রসঙ্গে রিজভী পুলিশের নিরব ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, আন্দোলনের সময় পুলিশ বিএনপি নেতাদের লুকিয়ে থাকার স্থান থেকে তুলে আনলেও এখন তারা কোথায়? অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারাও বক্তব্য দেন।