গণঅভ্যুত্থান চলাকালে মিজান নামক এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে আরও ২০০-৩০০ জনকে। বাকি আসামিদের মধ্যে রয়েছেন, গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সাবেক সাংসদ গাজীর পুত্র রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা। অভিযোগ, মামলার প্রধান আসামি শামীমসহ প্রথম ১০ জন আসামি আন্দোলন দমাতে গুলিবর্ষণের নির্দেশ দেন। পরবর্তীতে বাকি আসামিরা গণঅভ্যুত্থানকারীদের উপর গুলি চালায়।