Web Analytics

বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা চেয়েছি বৈষম্য বিরোধী একটা প্রত্যাশা। কিন্তু আজকে এক বছর হয়ে গেল। এই এক বছরে আমরা দেখতে পেয়েছি, কোথায় যেন আমাদের সেই পুরনো কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মুক্তিযোদ্ধের চেতনাকে বিক্রি করে, মুক্তিযুদ্ধকে নিজেদেরকে করে যে আওয়ামী লীগ এতদিন স্বৈরশাসন চালিয়েছে, ঠিক একইভাবে আজকে গণঅভ্যুত্থানের কৃতিত্ব একটি দল নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি যদি কাউকে দোষারোপ করতে চাই, তিনি হলেন ড. ইউনূস। তাকে ইন্টেরিম গভর্নমেন্টে আমরা নিয়ে এসেছিলাম, তিনি নিরপেক্ষতা ধরে রাখতে পারলেন না। তিনি জড়িয়ে গেলেন একটা একপেশে চিন্তা চেতনায়। তিনি নতুনভাবে একটি রাজনৈতিক দল সৃষ্টি করার চেষ্টা করলেন, ফলে সকল জনগণ বিক্ষুব্ধ। আরও বলেন, কালকে জুলাই সনদ ঘোষণা হবে। এই ঘোষণার পরবর্তীতে আমরা কোথায় কী অবস্থায় দাঁড়াবো, সেটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। এই মুহূর্তে দরকার একটা জনগণের সরকার। এ নেত্রী বলেন, শ্রমিকরা যে মারা গেছে, সেই শ্রমিকদের কোনো কথা নেই। কয়েকজন ছাত্র তারাই শুধু বলছে, ‘আমরা এই করছি, আমরা সেই করেছি’।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।