Web Analytics

যশোরের কেশবপুর উপজেলায় ২০টি বিলে জলাবদ্ধতার কারণে প্রায় ৫০০ হেক্টর জমিতে এ বছর বোরো ধানের আবাদ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, কয়েকজন ঘের মালিক পানি সেচ না দেওয়ায় প্রায় ১৯৫ হেক্টর জমিতে আবাদ সম্ভব হবে না। এ বছর ১৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ ও ৮৪ হাজার ৫০০ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রায় ১২ হাজার ৬৭ টন ধান উৎপাদন কম হতে পারে, যা প্রায় এক হাজার কৃষকের জীবিকায় প্রভাব ফেলবে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আট হাজার হেক্টর জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে এবং বাকি জমিতে প্রস্তুতি চলছে। বিল বলধালী, বুড়লী বন্যার বিলসহ বিভিন্ন এলাকায় কৃষকরা বীজতলা তৈরি করতে না পেরে হতাশায় আছেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার ভবদহ অঞ্চলের হরিহরসহ পাঁচটি নদীর ৮১.৫ কিলোমিটার খননের প্রকল্প নিয়েছে।

কৃষকরা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতা চেয়ে দ্রুত সেচ সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।