Web Analytics

দেশি-বিদেশি ৬ এয়ারলাইন্স প্রতিষ্ঠানের কাছে ২ হাজার ১২৬ কোটি টাকা পাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ৬টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি এয়ারলাইন্স বকেয়া পরিশোধ না করেই তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এই তিন প্রতিষ্ঠানের মধ্যে রিজেন্ট এয়ারের কাছে পাওনা ২৫২ কোটি ৫৬ লাখ টাকা, ইউনাইটেড এয়ারওয়েজের কাছে পাওনা ৫৪ কোটি ৯৬ লাখ টাকা এবং জিএমজি এয়ারলাইন্সের কাছে পাওনা ২৯ কোটি ৩০ লাখ টাকা। এছাড়া ইউএস-বাংলার কাছে পাওনা ২ কোটি ৩৮ লাখ টাকা এবং নভো এয়ারের কাছে ১ কোটি ২০ লাখ টাকা। এছাড়া বিমান বাংলাদেশের কাছেই পাওনা রয়েছে ১ হাজার ৭৮৬ কোটি ৯৬ হাজার ৩৪৬ টাকা। বকেয়া রাজস্ব আদায়ে দফায় দফায় চিঠি চালাচালি করেও তেমন কোনো ফল মিলছে না। এদিকে বিমানবন্দর থেকে ২৫ বছরে ফ্লাইট পরিচালনা গুটিয়ে নিয়েছে ১৫ এয়ারলাইন্স প্রতিষ্ঠান। বর্তমানে শুধু দুটি বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করছে। অভিযোগ, বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় এখান থেকে বিদেশি এয়ারলাইন্সগুলো একের পর এক ফ্লাইট পরিচালনা কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। সেবার দশাও বেহাল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।