মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে চারটি বড় দাবি তোলেন—আলাদা অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার, খাসিয়া ও গারো ভাষার সাংবিধানিক স্বীকৃতি, ইনার লাইন পারমিট (আইএলপি) বাস্তবায়ন এবং প্রয়াত পিএ সাংমার নামে দিল্লিতে একটি সড়কের নামকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বৈঠকটি মেঘালয়ের সাংস্কৃতিক-রাজনৈতিক দাবির পাশাপাশি বিজেপির উত্তর-পূর্ব কৌশলগত সতর্কতাও তুলে ধরে। সাংমা আশা প্রকাশ করেছেন, কেন্দ্র দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে।