Web Analytics

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে চারটি বড় দাবি তোলেন—আলাদা অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার, খাসিয়া ও গারো ভাষার সাংবিধানিক স্বীকৃতি, ইনার লাইন পারমিট (আইএলপি) বাস্তবায়ন এবং প্রয়াত পিএ সাংমার নামে দিল্লিতে একটি সড়কের নামকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বৈঠকটি মেঘালয়ের সাংস্কৃতিক-রাজনৈতিক দাবির পাশাপাশি বিজেপির উত্তর-পূর্ব কৌশলগত সতর্কতাও তুলে ধরে। সাংমা আশা প্রকাশ করেছেন, কেন্দ্র দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।