Web Analytics

দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। ২ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই ধর্মীয় সমাবেশ ৫ জানুয়ারি দুপুরে শেষ হবে। প্রায় ৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত ইজতেমায় ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে লাখ লাখ মুসল্লি অংশ নিচ্ছেন। শুক্রবারের জুমার নামাজে প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্রশাসন ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। ইজতেমা ময়দানের পাশে ১৭০ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিচ্ছেন। ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র জানান, প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ধর্মীয় সমাবেশের সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই।

নেপালের বিরাটনগর থেকে আগত কামাল উদ্দিন জানান, তিনি এর আগে একাধিক ইজতেমায় অংশ নিয়েছেন এবং ধর্মীয় বাণী শুনতে বারবার আসেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।