জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে সারিবদ্ধভাবে চেয়ার পেতে বসে থাকতে দেখা যায় পুলিশ সদস্যদের, যারা ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে অবস্থান নেন।
প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ন্ত্রণে রাখতে এই ব্যবস্থা নেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সতর্কতা নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শিবিরের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা বেশ কয়েকটি কেন্দ্রে এগিয়ে আছেন এবং ২৬টি কেন্দ্রে শিবিরের ভিপি প্রার্থী ৩৫১ ভোটে এগিয়ে রয়েছেন। শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে ফলাফল দেখতে ক্যাম্পাসে ভিড় করেন।