দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর পৌনে ১২টায় তারেক রহমানের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রটোকল বিষয়ক প্রস্তুতি নিয়ে বিএনপির শীর্ষ নেতারা সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।
বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকায় তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই অনুষ্ঠান সফল করতে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। তারেক রহমানের দেশে ফেরাকে বিএনপি নেতারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। তার সঙ্গে ঢাকায় ফিরবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
দেশে ফিরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। ওই কার্যালয়ে নিরাপত্তা জোরদার ও সংস্কারকাজ প্রায় শেষ হয়েছে। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি তার বসবাসের জন্য প্রস্তুত করা হচ্ছে।