ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস, যা এপি মোলার-মায়ের্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে একটি চুক্তি সই করেছে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও ৩০ বছরের জন্য পরিচালনার লক্ষ্যে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটিতে প্রতিষ্ঠানটি প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। সোমবার ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপিপি অথরিটির প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং ডেনমার্কের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গ্যান্ডলোসে হ্যানসেন। ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে টার্মিনালটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি অনুযায়ী, নকশা, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালন করবে এপিএম টার্মিনালস।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।