Web Analytics

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)-এর ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক হাসান ইমন। শুক্রবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অমিতোষ পাল ফলাফল ঘোষণা করেন, কমিশনার ছিলেন নয়াদিগন্তের খালিদ সাইফুল্লাহ ও ডেইলি অবজারভারের মিজানুর রহমান।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফয়সাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন রানা, অর্থ সম্পাদক রাশেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচারণা ও প্রকাশনা সম্পাদক মো. বিল্লাল হোসেন (সাগর), দপ্তর সম্পাদক লতিফুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রাহাত হুসাইন এবং আপ্যায়ন ও কল্যাণ সম্পাদক দেলাওয়ার হোসাইন দোলন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহমুদা ডলি, মঈনুল ইসলাম (রাজীব), নিয়াজ মোর্শেদ ও আব্দুল কাইয়ুম।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন ফয়সাল খান। ফোরামের সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।