কুমিল্লার তিতাসের ওএমএস চালের ডিলার জহিরুল। সোমবার রাত ৮টার দিকে সরকারি চাল আত্মসাতের জন্য পিআপ ভ্যানে ৩৫ বস্তা চাল উঠান তিনি। পরে পিকআপটি আটকায় স্থানীয়রা। সেখানে পুলিশ ও প্রশাসন এসে চালসহ জহিরুলকে আটক করে। আত্মসাতের বিষয়টি স্বীকারও করেন স্বেচ্ছাসেবক দলের এ নেতা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জহিরুলকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন মো. জহিরুল ইসলাম।