Web Analytics

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার শুক্তাগড় ইউনিয়নের আয়োজনে দাড়িপাল্লার পক্ষে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের রাজাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। এছাড়া জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলমসহ এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইসলামী আদর্শ ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং আশা প্রকাশ করেন যে দলটি ভবিষ্যৎ রাজনীতিতে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

জামায়াতে ইসলামী নেতারা নবাগতদের স্বাগত জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।