Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারকরা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছেন। শুক্রবার কালিয়াকৈর উপজেলার মৌচাক চৌরাস্তায় এক পথসভায় তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে এবং তিনি বিশ্বাস করেন যে নিজেও সেই তালিকায় আছেন। বাবুল স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ধানের শীষে ভোট চান এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, ৩০ বছরের রাজনৈতিক জীবনে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও দলের আদর্শে অটল থেকেছেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। বাবুল মনে করেন, যারা ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দলের পাশে ছিলেন, তাদের মনোনয়ন দিলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে। সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।