ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বৃহস্পতিবার রাতে জানিয়েছে, শুক্রবার থেকে ঢাকার মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। এতে কর্মবিরতির কারণে যাত্রীসেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা কেটে গেছে। এর আগে ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন।
প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, মেট্রোরেল আগের মতোই চলবে এবং যাত্রীসেবা অব্যাহত থাকবে। বুধবার কর্মচারীদের এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হলেও, বৃহস্পতিবার রাতে ডিএমটিসিএল-এর এই বার্তা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
ঘটনাটি ডিএমটিসিএলের অভ্যন্তরীণ শ্রম-ব্যবস্থাপনা সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দেয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ ও কর্মচারীদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে।