ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তর চট্টগ্রামের সাতটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থী চূড়ান্ত করেছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতায় পড়ে যাওয়ায় এলাকাটির রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। সাতটি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি নতুন মুখ দিয়েছে, আর জামায়াতের সব প্রার্থীই একেবারে নতুন, যা দলীয় পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে।
দীর্ঘদিনের সাংগঠনিক প্রস্তুতি ও মাঠে সক্রিয়তার কারণে জামায়াত এখন ভোটারদের কাছে দৃশ্যমান, অন্যদিকে বিএনপি অভ্যন্তরীণ বিভাজন ও মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে জর্জরিত। কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থীর ঘোষণাও এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছড়িয়ে থাকা আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, তা নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মিরসরাই, ফটিকছড়ি, সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। হেফাজত ও অন্যান্য ইসলামী জোটের ভোটও ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।