Web Analytics

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) বিলুপ্ত ঘোষণা করেছে। সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকের পর এই ঘোষণা আসে। দক্ষিণ ইয়েমেনের অস্থিরতা নিরসনে আলোচনার জন্য এসটিসির প্রতিনিধিরা রিয়াদে অবস্থান করছিলেন বলে আল জাজিরা জানিয়েছে। সংগঠনটি জানায়, তাদের সব প্রধান ও সহায়ক সংস্থা ভেঙে দেওয়া হবে এবং দেশের ভেতরে-বাইরে সব অফিস বন্ধ করা হবে।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। জোটের বিবৃতিতে বলা হয়, বুধবার গভীর রাতে তিনি ইয়েমেনের এডেন বন্দর থেকে নৌকায় সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে যান। এসটিসি সৌদি আরবের উদ্যোগের প্রশংসা করে জানিয়েছে, এই পদক্ষেপ ইউএই-এর সঙ্গে বিরোধ কমাতে সহায়তা করতে পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এডেন ও আশপাশের এলাকায় এসটিসি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সহিংসতা বেড়েছে। দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে ইউএই-এর অস্ত্র চালানে সৌদি জোটের বিমান হামলার পর উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।