Web Analytics

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছিলেন। তাদের মধ্যে ভারতীয় নাগরিকই বেশি। অন্তবর্তী আমলে এর অনেকেই সরকারকে জরিমানা দিয়ে বাংলাদেশ ত্যাগ করছেন। অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী ৭ হাজারের মধ্যে ৫ হাজার ভারতীয়। আর বৈধভাবে দেশে অবস্থান করা ৮০ হাজার বিদেশি নাগরিকের মধ্যে সাড়ে ১৩ হাজার ভারতীয়। বৈধ-অবৈধ ভারতীয়রা কাজ করছেন রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র, গার্মেন্ট, রাস্তা উন্নয়ন, আইটি সেক্টর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি খাত এবং বিদ্যুৎ প্রকল্পসহ নানা প্রকল্পে। গত সাত মাসে বিদেশি নাগরিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ লাখ দুই হাজার টাকা। সরকারি সূত্র জানায়, অবৈধ ভারতীয়রা গড়ে গত আড়াই বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। বেশিরভাগই এসেছেন অনঅ্যারাইভাল এবং ট্যুরিস্ট ভিসায়। এ নিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, অবৈধ বিদেশি নাগরিকদের সব সময় আমরা নজরদারিতে রাখার চেষ্টা করি। কোনো অপরাধ তৎপরতায় যুক্ত হলে গ্রেফতার করে আইনের আওতায় আনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।