বৃহস্পতিবারের ঘূর্ণিঝড়ে কুয়াকাটায় উদ্বোধনের আগেই বঙ্গোপসাগরে ভেসে গেছে মেরিনড্রাইভ সড়ক। ১৩০০ মিটার সড়কের এক তৃতীয়াংশ ইতোমধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। জানা গেছে, ২০২৩-২৪ সালের এই প্রকল্পে কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়াই সাগরের পানির স্তরে নির্মাণ কাজ শুরু করে। চার কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজ পায় পৌরসভার তৎকালীন মেয়র মো. আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ তিন সহযোগী প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানগুলোও আওয়ামী লীগের নেতাকর্মীদের!