বেশকিছু চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ আমদানি শুল্ক ধার্যের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা কার্যকর হচ্ছে আজ বুধবার থেকেই। গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের ওপর আরোপ করা হয় ৩৪ শতাংশ শুল্ক। এর আগে দেশটির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। বেইজিং নতুন শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। একদিন আগেই ট্রাম্পের ঘোষণা দেওয়া বাড়তি শুল্ক কার্যকর করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে কার্যকর করছে চীন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।